Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংসদের তথ্য ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৩ ২৩:৪৯

ঢাকা: জাতীয় সংসদের তথ্য ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

শনিবার (১৮ মার্চ) পূর্বাচল ক্লাবে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ফ্যামেলি ডে’তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান।

স্পিকার বলেন, ‘জাতীয় সংসদের ভাবমূর্তি সারাবিশ্বে উজ্জ্বল করতে জাতীয় সংসদ এবং বিপিজেএ’র সদস্যদের একসাথে কাজ করতে হবে।’ সাংবাদিকদের মিলনমেলায় উপস্থিত হতে পারা সত্যি আনন্দের বিষয় বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, মো. নজরুল ইসলাম বাবু এমপি, মৃণাল কান্তি দাস এমপি উপস্থিত থেকে বক্তব্য দেন।

বিপিজেএ’র সহ-সভাপতি মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক উত্তম চক্রবর্তীসহ সাংবাদিক নেতারা উপস্থিত উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাতীয় সংসদ স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর