Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী চোর ছাড়া দুবেলা ভাত খাওয়া মুশকিল : আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৩ ২০:৩৯

চট্টগ্রাম ব্যুরো : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার চোরের সরকার। তারা ভোট চোর, ব্যাংক চোর, শেয়ারবাজার চোর। এত চোর, এত চুরি বিশ্বের আর কোনো দেশে হয় না। চুরির কারণে দেশের পরিস্থিতি এমন হয়েছে, আওয়ামী চোর ছাড়া সাধারণ মানুষের দুই বেলা ভাত খাওয়া মুশকিল হয়ে গেছে। আওয়ামী চোর ছাড়া দেশের সকল মানুষের নাভিশ্বাস উঠেছে।’

চলমান দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপির কেন্দ্রঘোষিত দশ দফা বাস্তবায়নের প্রতিবাদে শনিবার (১৮ মার্চ) বিকেলে নগর কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সড়কে এ সমাবেশ হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি দুর্নীতি করেছে বিদ্যুৎ খাতে। যাদের সরকার বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দিয়েছে, তারা সবাই আওয়ামী লীগের। কোনো টেন্ডার হয়নি, শুধুমাত্র প্রধানমন্ত্রী অফিসে যেতে বলেছেন, এরপর একটি একটি করে দায়িত্ব দেওয়া হয়েছে। এরা বিদ্যুৎ উৎপাদন না করে কুইক চার্জের নামে ৯০ হাজার কোটি টাকা রাষ্ট্রের কোষাগার থেকে লুটপাট করে নিয়ে গেছে। ভবিষ্যতে মামলা যাতে না হয় সেজন্য তারা আইন করেছে, অর্থাৎ দুর্নীতি করার জন্য আইন করেছে তারা ‘

দ্রব্যমূল্য বৃদ্ধিতেও আওয়ামী লীগের সিন্ডিকেট জড়িত অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী সিন্ডিকেটের কারণে পণ্যের দাম বাড়ছে। এই সিন্ডিকেট ছাড়া কেউ ডলার পাচ্ছে না। ১০ লাখ কোটি টাকার ডলার তারা বিদেশে পাচার করেছে। এখন ডলারের রিজার্ভ শূন্যের দিকে। এ সিন্ডিকেট বেশি দামে পণ্য মানুষের ওপর চাপিয়ে দিচ্ছে।’

বিজ্ঞাপন

নগর বিএনপির আহ্বায়ক ডা.শহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক আবু সুফিয়ান এবং নগর কমিটি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/একে

আওয়ামী লীগ আমীর খসরু বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর