Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ কোটি টাকা ছিনতাই, ৮৭ লাখ টাকাসহ চালক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৩ ১৮:৩২ | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১৮:৫৮

ঢাকা: ডাচ-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনার অন্যতম পরিকল্পনাকারী চালক সোহেল রানাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৮ মার্চ) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার।

তিনি বলেন, ‘গোপন তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সোহেল রানাকে ৮৭ লাখ ৫০ হাজার টাকাসহ সাভার হেমায়েতপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। আর উদ্ধার হয়েছে ৭ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা, নকল চাবি ও একটা নোয়া গাড়ি।’

ডিবি পুলিশ জানিয়েছে, ডাচ বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনার পরিকল্পনায় ছিলেন তিনজন। এদের একজন সোহেল রানা। যিনি এক সময় ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্লান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেড এ ড্রাইভার হিসেবে কাজ করতেন।

এর আগে, তিনজন প্রধান পরিকল্পনাকারীদের মধ্যে আকাশকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

প্রসঙ্গত, গত ৯ মার্চ সকালে তুরাগ থানাধীন দিয়াবাড়ি ১১ নম্বর সড়কে ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই ৩ কোটি ৮৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

সারাবাংলা/ইউজে/ইআ

টপ নিউজ ডাচ-বাংলা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর