Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৩ ১৭:২৮ | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১৭:২৯

মুন্সীগঞ্জ: ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় পৃথক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) রাত ৩টা থেকে শনিবার (১৮ মার্চ) সকাল ৮টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর এলাকায় পথচারী উজ্জল মৃধাকে (৩৫) দ্রুত গতির একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। উজ্জল মৃধা শ্রীনগর উপজেলা কুকুটিয়া গ্রামের মানিক মৃধার ছেলে। সে ভবঘুরে। এছাড়া, রাত সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় একটি ট্রাকের চালক হোসেন আলী (৩৮) চাকা মেরামত করছিলেন। এ সময় পেছন দিক থেকে অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনিও মারা যান। হোসেন আলীর বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারার ঘোলদাগে।

বিজ্ঞাপন

এদিকে, শনিবার সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর বাসস্ট্যান্ডে গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস থেকে যাত্রী নামার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাস কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হাবিবুর রহমান (৬৫) নামে আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাবিবুরের বাড়ি গোপালগঞ্জের কোটালী পাড়ায়।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির মোল্লা সবগুলো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাত একজনের লাশ থানায় রয়েছে। তার পরিচয় নিধার্রণের চেষ্টা চলছে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ শ্রীনগর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর