Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার বিএনপির সমাবেশ: ঢাকায় ফখরুল, বাইরে অন্যরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৩ ২৩:১০

ফাইল ছবি

ঢাকা: বিদ্যুতের মূল্যবৃদ্ধি, চাল, ডাল, তেল এবং কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার (১৮ মার্চ) দেশের সব মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে রাজপথের বিরোধী দল বিএনপি।

ঢাকার মহানগরের প্রতিবাদ সমাবেশ দুপুর ২ টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এ সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

বিজ্ঞাপন

ঢাকার বাইরে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খুলনায় ডক্টর আব্দুল মঈন খান, কুমিল্লায় নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী, রংপুরে বেগম সেলিমা রহমান, সিলেটে বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বরিশালে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, গাজীপুরে বরকত উল্লাহ বুলু, ফরিদপুরে মোহাম্মদ শাহজাহান, রাজশাহীতে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ময়মনসিংহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শামসুজ্জামান দুদু।

সমমনা রাজনৈতিক দল

বিজ্ঞাপন

সকাল ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শেষে মিছিল করবে ‘গণতন্ত্র মঞ্চ’। সকাল ১১ টায় বিজয় নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ করবে ‘১২ দলীয় জোট’। একই সময় পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’।

সকাল ১১টা মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে ‘গণফোরাম চত্বরে’ প্রতিবাদ সমাবেশ করবে মোস্তফা মোহসীনের নেতৃত্বাধীন ‘গণফোরাম’। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে ‘সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোট’।

বিকেলে ৩টায় কাওরানবাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে।

সারাবাংলা/এজেড/একে

ফখরুল বিএনপি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর