Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশরাক এক সময় শিবির করত: মান্নাফি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৩ ২২:০৪

ঢাকা: সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন একসময় শিবির করত বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মেদ মান্নাফি। তিনি বলেন, ‘কারণ ইশরাকের ডাকে যারা তার সমাবেশে যায়, তাদের বেশিরভাগই শিবিরের ছেলেপেলে।’

শুক্রবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়ায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে এক আলোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে মান্নাফি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মান্নাফি বলেন, ‘২০১৩-১৪ সালে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা যেভাবে দেশে জ্বালাও-পোড়াও চালিয়েছে ঠিক একইভাবে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা আবারও দেশকে অস্থিতিশীল করে তুলবে। কিন্তু এবার আর নয়। এবার আমরা প্রতিহত করব। বিএনপিতে নতুন নতুন নেতা গজিয়েছে। এই যে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন শিবির করত। তার কোনো সমাবেশ থাকলে রাজধানীর ভেতর থেকে নেতাকর্মীরা যায় না। সাভার, কেরানীগঞ্জ, দোহার ও নারায়ণগঞ্জ থেকে অচেনা ছেলেদের নিয়ে আসে। রাজধানী থেকে নেতাকর্মীরা গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি দেখে ফেলে, তাহলে তো বিপদ হবে। এ জন্য একজন আগায় তো আরেকজন পিছিয়ে যায়। যারা যান তাদের বেশিরভাগই শিবির করে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। সবাইকে পাহারা দিতে হবে। যেন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে না পারে।’

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশের জন্ম হতো না। তাই বাংলাদেশ ও বঙ্গবন্ধু একে অপরের পরিপূরক। আমরা কোনোদিন স্বাধীনতার স্বাদ পাইনি। তিনশ বছর ধরে আমাদের শাসন করেছে বিদেশিরা। কখনও পর্তুগিজ, কখনও চেঙ্গিস খান, কখনও আফগান, কখনও ইংরেজ আবার কখনও পাকিস্তানিরা শাসন করেছে। এই বিষয়টা একমাত্র উপলব্ধি করতে পেরেছিলেন বঙ্গবন্ধু। তিনি ভেবেছিলেন আমাদের স্বাধীন হতে হবে। আর স্বাধীনতার স্বাদ পেতে হলে লড়াই সংগ্রাম ছাড়া সম্ভব নয়।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ব্যারিস্টার তাপস বলেন, ‘মাস্টার দা সূর্য সেন, তিতুমীরসহ অনেকে নানাভাবে স্বাধীনতা চেয়ে বিদ্রোহ করেছিলেন। কিন্তু স্বাধীনতার জন্য গোটা বাঙালিকে বঙ্গবন্ধু এক কাতারে আনতে পেরেছিলেন। ৭ মার্চের ভাষণে তিনি সবকিছু দিকনির্দেশনা দেন। শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজ স্বাধীন দেশ। স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশ গড়ায় আত্মনিয়োগ করেন। তিনি কখনও পালাতেন না। তিনি বীরের বেশে থাকতে পছন্দ করতেন। আর তাই তো তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের আগের দিন অনেকে সরে যেতে বললেও তিনি পালিয়ে যাননি। তিনি সপরিবারে শাহাদাত বরণ করেছেন। সূর্য যতদিন উঠবে ততদিন এদেশে বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হবে।’

সারাবাংলা/ইউজে/একে

ইশরাক টপ নিউজ মান্নাফি সাদেক হোসেন খোকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর