বাজারে ব্রয়লার মুরগি ২৬০, গরুর মাংস ৭৬০ টাকা কেজি
১৭ মার্চ ২০২৩ ১৬:০৯ | আপডেট: ১৮ মার্চ ২০২৩ ০৯:৩৮
ঢাকা: রোজা শুরু হতে বাকি আছে মাত্র এক সপ্তাহ। এর মধ্যে অনেক ভোগ্য পণ্যের দাম বেড়ে এমন পর্যায়ে পৌঁছেছে যা কিনতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। বাজারে ব্রয়লার মুরগি ২৬০ টাকা, গরুর মাংসের দাম বেড়ে ৭৬০ টাকায় উঠেছে।
শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁও, শ্যামলী, কল্যাণপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
এদিন ব্রয়লার মুরগি ২৫০-২৬০ টাকা, পাকিস্তানি (সোনালি) ৩৫০-৩৬০ টাকা, লেয়ার ২৮০-২৯০ টাকা, দেশি মুরগি ৫৮০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আগারগাঁওয়ের পোল্ট্রি মুরগি ব্যবসায়ী আবদুল হামিদ সারাবাংলাকে বলেন, ‘পোল্ট্রি মুরগি ২৬০ টাকা, পাকিস্তানি (সোনালি) ৩৬০ টাকা কেজি দরে বিক্রি করছি।’
গরুর মাংস দোকানভেদে ৭৩০-৭৬০ টাকা কেজি, খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।
শ্যামলী কাঁচা বাজারের আশরাফী মাংস বিতানের মালিক মিন্টু কাদেরী সারাবাংলাকে বলেন, ‘আজ গরু ৭২০-৭৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। গত সপ্তাহেও চেয়ে দাম কিছুটা বেড়েছে।’
তবে রোজার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে। মৌসুমী স্টোরের স্বত্ত্বাধিকারী মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘আজ ছোলা ৯০-৯৫ টাকা, বেসন ১২০ টাকা, বুটের ডাল যে ১০০ টাকা, মটর ৭৯ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। গত সপ্তাহেও দাম একই রকম ছিল।’
এদিন পেঁয়াজ, রসুন, আলুর বাজারও গত সপ্তাহের মতোই। এদিন পেঁয়াজ ৪০-৪৫ টাকা, রসুন ১৬০ টাকা, আদা ১২০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা ও আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ সপ্তাহে ডিমের দাম বাড়েনি বলে জানিয়েছেন শ্যামলী কাঁচা বাজারের ডিম বিক্রিতা হালিমা খাতুন। তিনি সারাবাংলাকে বলেন, ‘ফার্মের মুরগির ডিম ১৩০ টাকা ডজন, ফার্মের মুরগির লাল ডিম ১৪০ টাকা, হাঁসের ডিম ২৪০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।’
এদিন রুই মাছ বড় সাইজ ৪০০-৪২০ টাকা, মাঝারি ধরনের ৩২০-৩৫০ টাকা, সিং মাছ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।
সারাবাংলা/কেআইএফ/এমও