Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় বা‌সচাপায় ২ ক‌লেজছাত্রীসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৩ ১১:২৪ | আপডেট: ১৭ মার্চ ২০২৩ ১৪:১৩

ভোলা: জেলার দৌলতখান উপজেলায় যাত্রীবা‌হী বা‌সচাপায় দুই ক‌লেজছাত্রীসহ তিন জন নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯টার দি‌কে উপ‌জেলার বাংলাবাজারসংলগ্ন উত্তর উদ্দিন এলাকার ভোলা-চরফ‌্যাশন সড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

দুর্ঘটনায় নিহতরা হ‌লেন- দৌলতখান উপ‌জেলার জয়নগর গ্রামের মাতাব্বর বা‌ড়ির কয়ছর মাতাব্ব‌রের মে‌য়ে ক‌লেজছাত্রী রিমা আক্তার (১৭) ও জাহাঙ্গী‌রের মে‌য়ে কলেজছাত্রী শিখা (১৭) এবং একই গ্রা‌মের বা‌সিন্দা মো. আবুল কালাম (৫৫)।

বিজ্ঞাপন

প্রত‌্যক্ষদর্শীরা জানান, নিহতরা তা‌দের বা‌ড়ির সাম‌নে থে‌কে স্থানীয় যানবাহন বোরা‌কে ক‌রে বাংলাবাজার যা‌চ্ছি‌লেন। পথে যানবাহনটি বাংলাবাজারসংলগ্ন উত্তর উদ্দিন এলাকার সড়‌কে পৌঁছলে বিপরীত দিক থে‌কে আসা চরফ‌্যাশনগামী যাত্রীবা‌হী একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই বোরা‌কের তিন যাত্রী নিহত হয়। এছাড়া বোরা‌কের চালককে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতা‌লে ভর্তি করা হ‌য়ে‌ছে। দুর্ঘটনার পর বাস‌টি নিয়ে চালক পালিয়ে গেছে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, ঘটনাস্থ‌লে পু‌লিশ পৌঁছে‌ছে। ঘাতক বাসটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/পিটিএম

বাসচাপা ভোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর