Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মামলায় বিএনপিপন্থী আইনজীবীদের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৩ ২০:০৭ | আপডেট: ১৭ মার্চ ২০২৩ ০৯:৪৮

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, মারধর ও ভাংচুরের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা দুই মামলায় বিএনপিপন্থী ২১ আইনজীবীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আসামিদের এ সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আসামিরা হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের আট সপ্তাহের জামিন দেন।

বিজ্ঞাপন

আসামিদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের সিনিয়রসহ সম্পাদক মাহফুজ বিন ইউসুফ, মাহবুবুর রহমান খানসহ ১১ জন এবং অপরটিতে এই তিনজনসহ ১০ আইনজীবী রয়েছেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসাচিব কায়সার কামাল।

তবে দুই মামলার অন্যতম আসামি মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুছ কাজল জামিনের আগাম আবেদন করেননি।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আইনজীবী জামিন বিএনপিপন্থী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর