Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কর্মসূচি হাতে নিয়েছে বাংলা একাডেমি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৩ ১৭:৪০

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে বাংলা একাডেমি।

কর্মসূচির মধ্যে রয়েছে— শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুবিষয়ক শিশু-কিশোর আবৃত্তি পরিবেশনা।

বিকেল ৪টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা অনুষ্ঠান। এতে সূচনা বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন শীর্ষক বঙ্গবন্ধুবিষয়ক একক বক্তৃতা প্রদান করবেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল খালেক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলা একাডেমির সচিব এ.এইচ.এম. লোকমান। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান

বিকেল ৫টায় মুহম্মদ নূরুল হুদার রচনা ও মীর বরকতের নির্দশেনা এবং ‘উদ্ভাস আবৃত্তি সংগঠন’ পরিবেশন করবে আবৃত্তি প্রযোজনা স্বাধীন জাতির স্বাধীন পিতা। সবশেষে থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত গান।

সারাবাংলা/এজেড/পিটিএম

বাংলা একাডেমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর