Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারের সমস্যা বারকেই সমাধান করতে হবে: প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৩ ১৬:০৩

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন) যেহেতু প্রাইভেট প্রতিষ্ঠান, সেখানে প্রধান বিচারপতির কিছু করার নেই। বারের সমস্যা বারকেই সমাধান করতে হবে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আজ প্রধান বিচারপতি আমাকে ডেকেছিলেন। এরপর আমি প্রধান বিচারপতির রুমে গিয়ে দেখি সেখানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা বসে আছেন। ওনারা আমাকে জানিয়েছেন বারের দু’জন সাবেক সম্পাদক নির্বাচন বিষয়ে ওনাদের সাথে কথা বলতে গিয়েছিলেন। যারা বিএনপিপন্থী প্যানেল থেকে সভাপতি ও সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘প্রধান বিচারপতি বলেছেন এটা (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি) যেহেতু বারের বিষয়, তাই এ বিষয়ে আমার কিছু করণীয় নেই। প্রধান বিচারপতির এখানে কিছু করার নাই। আপনারা যারা বারের আইনজীবী, তারা যথেষ্ট বিজ্ঞ। যারা সিনিয়র তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সুষ্ঠু ও সুন্দরভাবে এর সমাধান করেন। সবাই মিলে এখানে পরিবেশ ঠিক রাখার চেষ্টা করেন।’

এ এম আমিন উদ্দিন আরও বলেন, ‘প্রধান বিচারপতি আরও বলেছেন, আপনাদের সমস্যা আপনাদেরকেই সমাধান করতে হবে। এটা যেহেতু আদালতের বিষয় নয় এবং এটা আদালতের এখতিয়ারের ভেতরেও পড়ে না। তাই এ বিষয়ে প্রধান বিচারপতির পক্ষে কিছু করা সম্ভব নয়।’

বর্তমানে পরিবেশ সুষ্ঠু আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘পরিবেশ সুষ্ঠু রাখতে হলে দু’পক্ষকেই দায়িত্ব নিতে হবে। একপক্ষ যদি ব্যালট পেপার ছিঁড়তে চায় বা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যেতে চায় তাহলে পরিবেশ ঠিক থাকবে না। আমার মনে হয় না, এই ঘটনা এমন পর্যায়ে যাওয়া উচিত ছিল। উভয়পক্ষ এ সমস্যা সুন্দরভাবে সমাধান করতে পারতো। আমি আহ্বান জানাব উভয়পক্ষ শান্তিপূর্ণভাবে বসে এ সমস্যার সমাধান করবে।’

বিজ্ঞাপন

এর আগে, আজ সকালে বারের সাবেক দুই সম্পাদক যারা বিএনপিপন্থী প্যানেল থেকে সভাপতি ও সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা নির্বাচন নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেন। তারও আগে আজ আপিল বিভাগে বার নির্বাচন পরিচালনাকে ঘিরে পুলিশের হামলাসহ গত দিন ঘটে যাওয়া ঘটনার বর্ণনা আপিল বিভাগে তুলে ধরেন বিএনপিপন্থী আইনজীবীরা।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগে ঘটনার বর্ণনা তুলে ধরেন তারা। এরপর আদালতে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা বেলা ১১টায় খাস কামরায় আসেন। প্রয়োজন হলে অ্যাটর্নি জেনারেলকে ডেকে নেব।’

পরে বিএনপি প্যানেল থেকে সভাপতি পদ প্রার্থী মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদ প্রার্থী রুহুল কুদ্দুছ কাজল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন। পরবর্তী সময়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকেও খাস কামরায় ডাকেন প্রধান বিচারপতি। তারপর দুপুরের পর নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন অ্যাটর্নি জেনারেল।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

টপ নিউজ নির্বাচন বার সমিতি সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর