আইনজীবী সমিতির নির্বাচনের ২য় দিনের ভোটেও দু’পক্ষের হট্টগোল
স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৩ ১৪:৫৬ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৬:৩৫
১৬ মার্চ ২০২৩ ১৪:৫৬ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৬:৩৫
ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গ্রহণের দ্বিতীয় দিনেও আওয়ামী লীগপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোট গ্রহণের দ্বিতীয় দিনের সকাল থেকে ভোট গ্রহণ স্বাভাবিকভাবে শুরু হলেও দুপুর ১২টায় পর থেকে, হইচই, হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
নির্বাচনের দ্বিতীয় দিন সুপ্রিম কোর্টে শত শত অস্ত্রধারী পুলিশ ও এপিবিএন সদস্যদের মোতায়েন করা হয়। আদালতের সবগুলো ফটকসহ আইনজীবী সমিতি ভবনের ভেতরে ও বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, এদিন সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে উপস্থিত হয়ে গতকাল সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম