Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলছিটিতে বাসচাপায় স্কুলছাত্রসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৩ ১৪:৪১ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৪:৪৩

বরিশাল: বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় স্কুলছাত্রসহ দু’জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে সাড়ে ৮টার দিকে মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার শিমুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তুর্য্য ভট্টাচার্য্য ও ভ্যানচালক মো. আকাশ (১৯)। নিহত ভ্যানচালক ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করতেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় মহাসড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। নলছিটি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাসা থেকে স্কুলে যায় তুর্য্য ভট্টাচার্য্য। সে স্কুলের সামনে দাঁড়িয়ে ভ্যানচালক আকাশের সঙ্গে কথা বলছিল। এ সময় বরিশাল থেকে পটুয়াখালীগামী দ্রুতগতির আল আমিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘দু’জনের মরদেহ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে ভ্যানচালক আকাশের পরিচয় এখনও পুরো জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নিহত বাসচাপা স্কুলছাত্র

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর