Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে আরজু মণির জন্মদিনে দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৩ ১৪:৩৯

যশোর: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সহধর্মিনী শেখ আরজু মনি সেরনিয়াবাত এর ৭৭তম জন্মবার্ষিকীতে যশোর ঘোপ এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‘শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংক’ এর প্রধান পৃষ্ঠপোষক যুবলীগ নেতা দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সবশহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা এবং শহীদ শেখ ফজলুল হক মণি ও আরজু মনির দুই সন্তান শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলে নূর তাপস এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন ঘোপ কবরস্থান জামে মসজিদ ও মাদরাসার হাফেজ শেখ সোলাইমান কবির।

এসময় উপস্থিত ছিলেন- ‘শেখ ফজলুল হক মনি-আরজু মনি অক্সিজেন ব্যাংকে’র সদস্য মহিদুল হাসান, জাহিদুর রহমান, শাহিন উর রশিদ, সামিউল হক শাকিল, নাজমুস সাকিব মারুফ, সাদমান সৌমিক দীপসহ অন্যরা।

সারাবাংলা/এমও

আরজু মণি দোয়া মাহফিল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর