কুষ্টিয়ায় যুবলীগ নেতা কাজল মেম্বারকে কুপিয়ে হত্যা
১৬ মার্চ ২০২৩ ১১:২৮ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৫:০৪
কুষ্টিয়া: দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য কাজল হোসেনকে (৪২) কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত কাজল ইউনিয়নের দৌলতখালী গ্রামের মো. সুন্নতের ছেলে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে দৌলতপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান বলেন, ‘ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কাজলের মৃত্যু হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে তাকে ধারালো হাসুয়া দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। সেখান থেকে উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও মামলা হয়নি, তবে পুলিশ তদন্ত শুরু করেছে।’
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী আরিফা খাতুন বলেন, ‘ঘটনার পর থেকেই আশংকাজনক অবস্থায় ছিলেন কাজল মেম্বার। স্যালাইন চলছিল। ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।’
নিহতের প্রতিবেশী মহব্বত হোসেন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও প্রভাব বিস্তার নিয়ে সর্দারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ ছিলো। এর প্রেক্ষিতে এ খুনের ঘটনা ঘটেছে।
সারাবাংলা/এমও