অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে মামলা
১৬ মার্চ ২০২৩ ০০:০০
ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ভোট চলাকালীন বিএনপিপন্থী আইনজীবীরা অবৈধভাবে প্রবেশ করে গণ্ডগোল সৃষ্টি করেছে।
বুধবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে শাহবাগ থানায় এই মামলা করেন নির্বাচন পরিচালনা সাব কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুজ্জামান। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার এজাহারে বলা হয়েছে, ভোটগ্রহণের সময় বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, অ্যাড. রুহুল কুদ্দুস কাজল, অ্যাড. কামরুল হাসান সজল, অ্যাড. মাহফুজ বিন ইউসুফ, অ্যাড. মাহবুবুর রহমান খান, অ্যাড. মাহদিন চৌধুরী, অ্যাড. গোলাম আক্তার জাকির, অ্যাড. মনজুরুল ইসলাম সুজন, অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. মোক্তার কবির খান, অ্যাড. আশরাফ উজ জামান খান ও অ্যাড. নুরে আলম সিদ্দিকী সোহাগসহ অন্তত ১০০ জন আইনজীবী রুমে প্রবেশ করে। রুমে ঢুকেই তারা গালিগালাজ শুরু করে। এর পর রুমে থাকা আসবাবপত্র ও ব্যালট পেপার টেনে হিঁচড়ে বের ফেলে দেয় এবং কিছু ব্যালট পেপার চুরি করে নিয়ে যায়। এ সময় রুমে থাকা নির্বাচন সাব কমিটির কোঅপ্ট সদস্য অ্যাড. মৌসুমী বেগম, বাইরে থাকা অ্যাড. শুভ্র বোস ও অ্যাড. গোলাম সরোয়ারসহ অনেক আইনজীবীকে মারধর করে আহত করে।
পর অন্যান্য আইনজীবী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেলে বিএনপিপন্থী আইনজীবীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আনুমানিক চার লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন সারাবাংলাকে বলেন, ‘ব্যালটবাক্স ভরল আওয়ামীপন্থী আইনজীবীরা; তারা ও পুলিশ একত্রে হয়ে আমাদের ওপর হামলা করলেন, আবার উল্টো আমাদের নামেই মামলা দিলেন। এমনকি পুলিশ সাংবাদিকদেরও কীভাবে পিটিয়েছে তা সবাই দেখেছে। আমরা কাল প্রধান বিচারপতির নজরে আনব বিষয়টা।’
সারাবাংলা/ইউজে/পিটিএম