Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৩ ১৯:৩২

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ভাঙ্গা মসজিদ এলাকায় ট্রাকচাপায় জায়েদ আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

জায়েদার বাবা জাকির হোসেন বলেন, ‘তাদের বাসা মোহাম্মদপুর ভাঙ্গা মসজিদ এলাকায়। ওই এলাকার হাফেজি মাদরাসায় পড়তো জায়েদা। বিকেলে বাসার সামনের রাস্তায় বের হয়েছিল। এ সময় একটি ট্রাক চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

জাকির হোসেন জানান, তাদের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামে। বর্তমান বাসায় স্ত্রী ওহিদা বেগম ও দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। তিনি নিজে মোহাম্মদপুর কৃষি মার্কেটে পিকআপভ্যান চালায়। দুই মেয়ের মধ্যে জায়েদা ছিল বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

ট্রাকচাপা ঢাকা মেডিকেল ভাঙ্গা মসজিদ মোহাম্মদপুর শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর