‘প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি’
১৫ মার্চ ২০২৩ ১৮:৩০ | আপডেট: ১৫ মার্চ ২০২৩ ২১:২৪
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, পৌরসভার উন্নয়নের জন্য সবসময় কাজ করে যাচ্ছি। এখানকার নাগরিকদের জীবনমান উন্নয়নে সবসময় কাজ করে যাব। সর্বোপরি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। তার নেতৃত্বে আধুনিক ও ডিজিটাল নান্দনিক মডেল পৌরসভা গড়ে তুলব।
বুধবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার খাদুন এলাকায় তারাব পৌরসভা কার্যালয় অডিটোরিয়ামে শহর সমন্বয় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মেয়র হাছিনা গাজী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন। তিনি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে চেয়েছিলেন। বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি তার জীবন উৎসর্গ করে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে কাজ করতে হবে। সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে।’
তারাব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, সহকারী প্রকৌশলী জাকির হোসেন, পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভূঁইয়া, আনোয়ার হোসেন, লায়লা পারভীন, মাহফুজা আক্তার প্রমুখ।
সারাবাংলা/পিটিএম