Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের ওপর লাঠিচার্জ, ব্যবস্থার আশ্বাস প্রধান বিচারপতির

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৩ ১৭:২৫ | আপডেট: ১৫ মার্চ ২০২৩ ২১:২৪

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

প্রধান বিচারপতি দুঃখপ্রকাশ করে বলেন, ‘এ ঘটনায় আমরা মর্মাহত। দায়িত্ব পালনের সময় সবাইকে সতর্ক হওয়া উচিত।’

বুধবার (১৫ মার্চ) দুপুরে ল রিপোর্টার্স ফোরামের নেতারা প্রধান বিচারপতির দফতরে গিয়ে সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও মারধরের বিষয়টি অবগত করেন। এ বিষয়ে একটি লিখিত অভিযোগও দিতে বলেন প্রধান বিচারপতি।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে দায়িত্ব পালনকালে লাঠিচার্জ ও মারধরের শিকার হন সাংবাদিকরা। এতে এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, প্রথম আলোর জ্যেষ্ঠ ফটো সাংবাদিক শুভ্র কান্তি দাস, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপারসন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপারসন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপারসন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম আহত হন। এদের মধ্যে জাবেদ আক্তারকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত এবং প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিক জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের নতুন কমিশন গঠনের জন্য বিক্ষোভ করছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিক্ষুব্ধ আইনজীবীরা এ সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত অডিটোরিয়ামে অবস্থান করছিলেন। সেখান থেকে আইনজীবীদের বের করে দিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য আসে। এরপর আইনজীবীদের ওপর পুলিশ লাঠিচার্জ শুরু করে।

বিজ্ঞাপন

এ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ নিচ্ছিলেন সাংবাদিকরা। এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের লাঠিচার্জ ও তাদের মারধর করে পুলিশ।

এ ঘটনায় ল’ রিপোর্টার্স ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার এবং সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা এই ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করেছেন। পাশাপাশি জড়িত পুলিশ সদস্যদের শাস্তি চেয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/একে

পুলিশের ওপর হামলা প্রধান বিচারপতি লাঠিচার্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর