বিদেশি পাইলটের মৃত্যু: ইউনাইটেডের চিকিৎসকের বিরুদ্ধে মামলা
১৪ মার্চ ২০২৩ ১২:৫৬ | আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৩:০১
ঢাকা: অবহেলা ও ভুল চিকিৎসায় গালফ এয়ারের পাইলট মোহান্নাদ ইউসুফ আলহেন্দির মৃত্যুর অভিযোগে মামলা করা হয়েছে। রাজধানীর ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিফ কনসালটেন্ট (ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিন) প্রফেসর ডা. মো. ওমর ফারুকের বিরুদ্ধে এই মামলা করা হয়।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মোহান্নাদ ইউসুফের বোন যুক্তরাষ্ট্রের নাগরিক তালা আলহেন্দি জোসেফিনো মামলার আবেদন জমা দেন।
এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৪ ডিসেম্বর রাতে ইউসুফ ঢাকার লা মেরিডিয়ান হোটেলে ছিলেন। ভোর ৪টার দিকে তিনি বিমানবন্দরের ইমিগ্রেশনের প্রক্রিয়া শুরু করেন। বিমানবন্দরে তার প্রথম কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তখন সেখানে তিনি ৫ মিনিট কার্ডিওপালমোনারি রিসাসিটেশন পেয়েছেন। পরে সাড়ে ৫টার মধ্যে তাকে ইউনাইটেড হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়।
এরপর তিনি পর পর ৪ বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকান হন মোহান্নাদ ইউসুফ আলহেন্দি। ৫ ঘণ্টা হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রফেসর ওমর ফারুক চিকিৎসা দিতে কালক্ষেপণ করেন। মোহান্নাদ ইউসুফ মৃত্যুবরণ করেন দুপুর ১২টার দিকে। এই সময়ের মধ্যে কার্ডিওলজিস্ট ইউসুফকে চিকিৎসা দেননি।
ওই ঘটনায় গত ১ ফেব্রুয়ার তালা আলহেন্দি মামলা করতে গুলশান থানায় যান। থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। ওমর ফারুকের পাশাপাশি ঘটনায় সংশ্লিষ্ট ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সারাবাংলা/এআই/এমও
ইউনাইটেড হাসপাতাল ইউসুফ আলহেন্দি গালফ এয়ার টপ নিউজ বিদেশি পাইলটের মৃত্যু