Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, দগ্ধ আরেক জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৩ ১২:২৮ | আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১২:৩৯

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাবে তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়শা আক্তার আশা (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে ৩৮ শতাংশ দগ্ধ ছিল।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

বার্ন ইস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন আশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আশার বড়বোন জান্নতুল ফেরদৌস জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জের তারাপল্লা গ্রামে। বাবার নাম আমির হোসেন। তারা রাজধানীর জিগাতলা ট্যানারী মোড়ে থাকেন। শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইনস্যুরেন্সে অ্যাডমিনে কর্মরত ছিলেন আশা।

এর আগে, গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনে বিস্ফোরণে তিনজন মারা যান এবং আহত ও দগ্ধ হয় অনেকেই।

সারাবাংলা/এসএসআর/ইআ

টপ নিউজ বিস্ফোরণ মৃত্যু সায়েন্সল্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর