Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি তহবিলের অর্থ দিয়ে কেনাকাটা নিশ্চিতে আসছে বিপিপিএ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৩ ২৩:২২

ঢাকা: সরকারি তহবিলের অর্থ দিয়ে কোনো পণ্য, সেবা ও কার্য কেনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) গঠন করা হবে। ‘বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইন-২০২৩’ নামে এ সংক্রান্ত একটি আইনের প্রস্তাবিত খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রস্তাবিত খসড়া অনুযায়ী অথরিটির জন্য একটি পরিচালনা পর্ষদ থাকবে; যার চেয়ারম্যান হবেন পরিকল্পনামন্ত্রী। অথরিটি সরকারি ক্রয়সংক্রান্ত আইনগুলোর প্রতিপালন নিয়ন্ত্রণ, পরিবীক্ষণ, সমন্বয়, ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করবে।’

কমিটি পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও বিধিমালা ২০০৮-এর প্রয়োজনীয় সংশোধন আনাসহ সরকারি কেনাকাটায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

কেনাকাটা সরকারি তহবিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর