Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের প্রতি নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৩ ২১:২৫

ফাইল ছবি

ঢাকা: রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। কেউ দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য পরিস্থিতির ওপর নির্ভর করে মোবাইল কোর্টের ব্যবস্থা রাখা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এমন নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিব জানান, বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাজার মনিটরিংয়ে নানা সীমাবদ্ধতা রয়েছে। তবে রমজানে যেন কিছুতেই জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে বাড়ানো না হয় সে ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজনে মোবাইল কোর্টের ব্যবহারও করা হবে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

টপ নিউজ দ্রব্যমূল্য রমজান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর