তেজগাঁওয়ে বস্তিতে ভয়াবহ আগুন
সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৩ ২০:২৫
১৩ মার্চ ২০২৩ ২০:২৫
ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
সোমবার (১৩ মার্চ) রাত ৭টা ৫৩ মিনিটে আগুনের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন গালিব সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তেজকুনী পাড়া বস্তিতে আগুন লেগেছে। এই বস্তিতে বেশ কিছু টিনশেট ঘর রয়েছে। রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এমনকি কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।’
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বস্তিটিতে ২০ থেকে ২৫টির মতো ঘর থাকতে পারে। সেখানে ৩০টির বেশি পরিবারের বাস। ফায়ার সার্ভিস স্বল্প সময়ে এলেও গাড়ি প্রবেশের রাস্তা না থাকায় আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়েছে।
সারাবাংলা/ইউজে/পিটিএম