Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাউন্সিলর সালেক মোল্লার মৃত্যু, ডিএনসিসি’তে অর্ধদিবস ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৩ ১৪:১৫

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর সালেক মোল্লার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোমবার (১৩ মার্চ) উত্তর সিটি করপোরেশনের সব কার্যালয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী ‘অর্ধদিবস ছুটি’ ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকেল তিনটায় গুলশান নগর ভবনের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। রোববার (১২ মার্চ) রাত ১২টার দিকে কাউন্সিলর সালেক মোল্লা মারা যান। মরহুমের প্রতি সম্মান জানাতে এই ছুটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

রোববার রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন কাউন্সিলর সালেক। তিনি দীর্ঘদিন হৃদরোগে ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৫নং ওয়ার্ডের কাউন্সিলর সালেক মোল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।

সারাবাংলা/আরএফ/এমও

অর্ধদিবস ছুটি কাউন্সিলর সালেক মোল্লা ডিএনসিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর