Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিশালে মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৩ ১৩:০৫ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৩:০৭

ময়মনসিংহ: ত্রিশালে মাইক্রোবাস খাদে পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ২ নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন।

রোববার (১২ মার্চ) রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার রাঘামারার রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ এবং ফায়ার সার্ভিস জানায়, সব যাত্রীই জেলার ধোবাউড়া উপজেলা থেকে মাইক্রোবাসে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এসময় বিকট শব্দ বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে উদ্ধার কার্যক্রম চালিয়ে ২ নারীসহ পুড়ে যাওয়া ৪ জনের মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

ত্রিশাল মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর