বগুড়ায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৩
১৩ মার্চ ২০২৩ ১১:৫৫ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৬:৩১
বগুড়া: নন্দীগ্রামের কুন্দারহাটে সিএনজি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকালে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোচালক হেফজুল ইসলাম (৪০), একই উপজেলার ওমরপুর গ্রামের তানসেন আলীর শিশু ছেলে আব্দুল হানিফ (২) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে কলেজ শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। এসময় নাটোরগামী পিকআপ ভ্যানের সঙ্গে কুন্দারহাট বাসস্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ ৩ জন মারা যান।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৬জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
অটোরিকশা ও পিকআপ ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন ওসি তোফাজ্জল।
সারাবাংলা/এমও