Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ১ ছটাক ধানও সংগ্রহ করতে পারেনি খাদ্যবিভাগ

প্রান্ত রনি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৩ ১১:০৫ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১১:০৬

রাঙ্গামাটি: পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে আমন ধান সংগ্রহ মৌসুমের নির্ধারিত সময়ে কোনো ধান সংগ্রহ করতে পারেনি জেলা খাদ্য বিভাগ। নির্ধারিত সময়ের পর আরও এক সপ্তাহ ধান সংগ্রহ অভিযান কর্মসূচি বাড়ানো হলেও কোনো লাভ হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নির্ধারিত ক্রয়মূল্যের চেয়ে বাজারদর বাড়তি হওয়ায় ও পরিবহন খরচের বাড়তি চাপের কারণে কৃষকরা সরকারি খাদ্যগুদামের কাছে ধান বিক্রয়ে অনাগ্রহী। পাহাড়ি জেলায় দুর্গমতা ও ভৌগোলিক দিক বিবেচনায় সরকারের ক্রয়মূল্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

রাঙ্গামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলায় এবার ৩২৮ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। তবে চাল সংগ্রহের কোনো লক্ষ্যমাত্রা ছিল না। কিন্তু ৩২৮ মেট্রিক টন ধান লক্ষ্যমাত্রার বিপরীতে এক ছটাকও ধান সংগ্রহ হয়নি। অন্যদিকে গতবছর (২০২১-২২ আমন মৌসুমে) ৩৬১ মেট্রিক টন ধান সংগ্রহ লক্ষ্যমাত্রার বিপরীতে ১১৯ মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছিল। এ মৌসুমে প্রতি কেজি আমন ধানের দাম ধরা হয়ে ছিল ২৮ টাকা; যা বাজারদরের চেয়ে কম বলেও মানছে খাদ্য বিভাগও।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্য পরিদর্শক তরুণ বিকাশ চাকমা বলেন, ‘চলতি আমন ধান সংগ্রহ অভিযান কর্মসূচির নির্ধারিত সময় ছিল ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের পরবর্তীতে ৭ মার্চ পর্যন্ত সারাদেশে আরও এক সপ্তাহ অভিযান কর্মসূচি বাড়ানো হয়। কিন্তু বর্ধিত সময়ের মধ্যেও আমাদের কোনো ধান সংগ্রহ হয়নি। এবছর আমন ধান ক্রয়ের সরকার নির্ধারিত ছিল কেজি প্রতি ২৮ টাকা দরে। মূলত কৃষি বিভাগ থেকে নিবন্ধিত কৃষকদের যে তালিকা দেওয়া হয়, সেই তালিকা অনুযায়ী আমরা ধান সংগ্রহ করে থাকি।’

বিজ্ঞাপন

কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) রাঙ্গামাটি কার্যালয়ের তথ্যমতে, ২০২২-২৩ মৌসুমে রাঙ্গামাটির দশ উপজেলায় ১০ হাজার ৮০ হেক্টর জমির আমন ধান কর্তন করা হয়েছে। এর বিপরীতে ২৭ হাজার ৭৩৩ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে। এর মধ্যে উফশী (উচ্চফলনশীল) জাতের ২৭ হাজার ৪৩৯ মেট্রিক টন ও স্থানীয় জাতের ২৯৪ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে।

রাঙ্গামাটি সদর উপজেলা কৃষি অফিসার আবু মো. মরিুজ্জামান বলেন, ‘সমতলের জেলাগুলোর চেয়ে পাহাড়ি জেলায় ধান আবাদ ও উৎপাদন কম হয়ে থাকে। অনেক কৃষক উৎপাদিত ধান নিজের খাদ্য নিরাপত্তার জন্য রাখেন। বাড়তি থাকলেও সেগুলো ধান থেকে চাল তৈরি করে বিক্রয় করে থাকেন। তবে বর্তমান সময়ে সরকার নির্ধারিত ধানের যে দর রয়েছে, তার চেয়ে বাজারদর কিছুটা বেশি হওয়ায় কৃষকরা খাদ্য বিভাগের কাছে ধান বিক্রয় অনাগ্রহ দেখান। সারাদেশে ধান বিক্রয়ের জন্য কৃষকদের যে পরিবহন খরচ ব্যয় হয় থাকে সে তুলনায় পাহাড়ি জেলায় পরিবহন খরচ অনেকটা বেশিই। সেক্ষেত্রে যদি সারাদেশের চেয়ে পাহাড়ি জেলায় ধানের বাজারদর বাড়তি হতো তাহলে অনেকেই ধান বিক্রয়ে উৎসাহি হতেন। অন্যদিকে, খাদ্যবিভাগ যদি মাঠপর্যায়ে গিয়ে ধান সংগ্রহ অভিযান করতে পারে সেক্ষেত্রে কৃষকদের পরিবহন খরচের বাড়তি চাপ থাকবে না।’

রাঙ্গামাটি বিসিক শিল্প নগরীতে অবস্থিত মেসার্স তন্নয় অটো রাইস মিলের মালিক তপন কান্তি পাল জানান, ‘আমাদের আমন ধান সংগ্রহ কার্যক্রম শেষ। সামনের বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে। চলতি বছরে এক মণ আমন ধান ১১শ’ টাকা হারে সংগ্রহ করতে হয়েছে। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে ধান সংগ্রহ করে থাকি। লংগদু ও মহালছড়ি উপজেলাসহ অন্যান্য এলাকার ব্যবসায়ী নৌপথে ধান কিনে আমাদের কাছে পৌঁছান।’

আমন ধান সংগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু জানান, এ বছর আমন ধানে ৩২৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো ধান সংগ্রহ করা হয়নি। পরবর্তীতে আরও এক সপ্তাহ দেশব্যাপী ধান সংগ্রহ কর্মসূচি বাড়ানো হলেও তাতেও ধান সংগ্রহ হয়নি।

কেন ধান সংগ্রহ হচ্ছে না, জানতে চাইলে তিনি জানান, ‘সরকারি নির্ধারিত যে দর দেওয়া হয়েছে তার থেকেও বাজার দর বেশি হওয়ায় কৃষকরা আমাদের কাছে ধান বিক্রয় করছেন না। অন্যদিকে রাঙ্গামাটি জেলা ভৌগোলিক কারণে দুর্গম হওয়ায় হওয়ায় এখানকার প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক কৃষকদের আমাদের কাছে ধান বিক্রয় করার জন্য যাতায়াত, পরিবহন ব্যয় বাড়তি খরচ হওয়ায় তারা স্থানীয়ভাবে বিক্রয় করে থাকেন। আর দুর্গম অঞ্চল হওয়ার কারণে আমরাও কৃষকদের কাছে পৌঁছাতে পারি না।’

সারাবাংলা/এমও

খাদ্যবিভাগ ধান সংগ্রহ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর