Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হানিফ ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় নিরাপত্তাকর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৩ ১০:৩৭

ঢাকা: রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় শাহাবুদ্দিন (৩৫) নামে এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। তিনি ফ্লাইওভারের নিরাপত্তায় নিয়োজিত ‘এলিট সিকিউরিটি ফোর্সে’র সদস্য ছিলেন।

সোমবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় শাহাবুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শাহাবুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জিতু মিয়ার ছেলে। বর্তমানে তিনি রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে থাকতেন।

মৃত ব্যক্তির সহকর্মী জাকির হোসেন জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হানিফ ফ্লাইওভার ব্রিজের গুলিস্তান অংশের টোল প্লাজায় পাশে দাঁড়িয়ে ছিলেন শাহাবুদ্দিন। তখন একটি কাভার্ডভ্যান টোল দিয়ে চলে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শাহাবুদ্দিনকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, ঘটনার পরপরই প্রথমে বংশাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালককে আটক করে। পরে কাভার্ডভ্যান ও এর চালককে ওয়ারী থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। আর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

টপ নিউজ নিরাপত্তাকর্মী নিহত হানিফ ফ্লাইওভার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর