Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ওয়ালটনের ‘ইএস প্লাজা’ চালু

সারাবাংলা ডেস্ক
১৩ মার্চ ২০২৩ ১০:০৭

ঢাকা: দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ক্যাবলস প্রস্তুতকারক ওয়ালটন। নিজস্ব কারখানায় উৎপাদিত সর্বোত্তম মানের পণ্য ও সেবা সরাসরি গ্রাহকদের হাতে পৌঁছে দিতে বদ্ধপরিকর ওয়ালটন ক্যাবলস। ওয়ালটন ক্যাবলসের ‘ইএস প্লাজা’ শোরুম স্থাপনের প্রথম ধাপের কার্যক্রম এরইমধ্যে শুরু করা হয়েছে। সম্প্রতি কক্সবাজারে ওয়ালটন ক্যাবলসের ৫৬তম ইএস প্লাজা আউটলেট উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. সোহেল রানা, হেড অব সেলস মাহবুবুল ওয়াহিদ, ব্র্যান্ড ম্যানেজার মো. জাকিবুর রহমানসহ স্থানীয় ৫নং ওয়ার্ড কাউন্সিলর, কক্সবাজার মার্কেট এসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি, কক্সবাজার ইলেকট্রিক্যাল শপ ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সিবিও সোহেল রানা সবার জন্য উন্নতমানের পণ্য সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘ক্যাবলসের জন্য আলাদা আউটলেট চালুর মাধ্যমে আমরা আরো বেশি সংখ্যক ক্রেতার নিকট পৌঁছাতে পারবো; তাদের চাহিদা সম্পর্কে জানতে পারবো এবং তাদের হাতে সেরা মানের পণ্য তুলে দিতে সক্ষম হবো।’

কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য ও সেবা দিতে ওয়ালটন বদ্ধপরিকর। ক্যাবলসের জন্য আলাদা শোরুম স্থাপনের মাধ্যমে গ্রাহকদের চাহিদা আরও ভালোভাবে বোঝা সম্ভব হবে। যার ফলে ওয়ালটন ক্যাবলসের ব্যবসায়িক প্রসার ঘটবে।

সারাবাংলা/এমও

ইএস প্লাজা ওয়ালটন কক্সবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর