Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানিখাতে কোনো ভর্তুকি দেবে না সরকার: প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৩ ১৯:২০ | আপডেট: ১২ মার্চ ২০২৩ ২১:৪৫

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক এ সংকটের সময়ে জ্বালানি খাতের ভবিষ্যৎ একটি চ্যালেঞ্জ মুখে দাঁড়িয়ে। পার্শ্ববর্তী দেশ ভারত যে দামে জ্বালানি আমদানি করছে, সে দামেই বিক্রি করছে। আমাদের সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে, জ্বালানিখাতে আর কোনো ভর্তুকি দেওয়া হবে না। ক্রমান্বয়ে সমন্বয়ের দিকে এগিয়ে যাওয়া হবে।

রোববার (১২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নসরুল হামিদ আরও বলেন, ‘একটা গ্রামে ১০টা বাড়ি, সেখানেও সাবস্টেশন করা হয়েছে। যেখানে ১০০ বছর বিল দিলেও সেটির দাম উঠবে না। তারপরও আমরা সেখানে বিদ্যুতের ব্যবস্থা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সব জায়গায় ব্যবসা দেখিনি। প্রধানমন্ত্রী বলেছেন সবার ঘরে বিদ্যুৎ দেওয়া হবে। ক্যাপাসিটি কি পরিমাণ বেড়েছে সেটি জাতীয় প্রবৃদ্ধি দেখলেই বোঝা যায়।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রামে যে ছোট ছোট বিজনেস তৈরি হয়েছে সেটি বিদ্যুতের আলোর কারণে। প্রত্যন্ত গ্রামের বাজার গভীর রাতেও খোলা থাকে। যেখানে এখন রাত ১২টার দিকেও ব্যবসা চলে। আমাদের ইন্ডাস্ট্রিতে যা গ্রোথ হয়েছে তার থেকে অনেক পরিবর্তন হয়েছে গ্রামে।’

সেমিনারে আরও আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বুয়েটের অধ্যাপক ডক্টর ইজাজ হোসাইন, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/একে

জ্বালানি টপ নিউজ নসরুল হামিদ বিপু সরকারি ভর্তুকি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর