Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাবিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পেলেন রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৩ ১৩:৫৬

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে কারাবিধি অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন আদালত।

রোববার (১২ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ চার্জশিট নেন। একইসঙ্গে আগামী ৩ মে মামলার চার্জশুনানির তারিখ ধার্য করেছেন আদালত। চার্জশিট গ্রহণকালে রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির হয়।

এদিন রিজভীর পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। পাশাপাশি কারাবিধি অনুযায়ী সুযোগ সুবিধারও আবেদন করা হয়। শুনানিতে জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘রিজভী খুব অসুস্থ। তাকে প্রিজন ভ্যানে করে কারাগার থেকে আদালতে আনা-নেওয়া করা হয়। প্রিজন ভ্যানে বসার জায়গা নেই। সারাক্ষণ তাকে দাঁড়িয়ে থাকতে হয়। অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকা তার জন্য কষ্টকর।’

রিজভীর আদালতে আসা যাওয়ার সর্বোচ্চ সুযোগ-সুবিধা এবং কারাগারেও ডিভিশন অনুযায়ী সর্বোচ্চ সুযোগ-সুবিধার প্রার্থনা করেন এই আইনজীবী।

শুনানি শেষে আদালত রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেন। কারাবিধি অনুযায়ী যতটুকু সুযোগ-সুবিধা পাওয়ার দরকার কারা কর্তৃপক্ষকে সেই নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানান।

এদিন, পল্লবী থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন আদালত।

নাশকতার অভিযোগে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পল্লবী থানার এস আই রবিউল আলম মামলাটি করেন। ২০২২ সালে ২৯ জুন ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এসআই নুরে আলম সিদ্দিক। গত বছর ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

কারাবিধি রিজভী সুযোগ-সুবিধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর