চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালানোর সময় গ্রেফতার ৩
১২ মার্চ ২০২৩ ১১:৩৫ | আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৫:০৭
নারায়ণগঞ্জ: ফতুল্লায় ইউসুফ নামে এক চালককে হত্যার পর অটোরিকশা নিয়ে পালানোর সময় পুলিশের হাতে ৩ জন গ্রেফতার হয়েছে। রোববার (১২ মার্চ) ভোরে চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ নোয়াখালী জেলার কালকিনি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তিনি পশ্চিম দেওভোগের সুমনের গ্যারেজের অটোরিকশা ভাড়ায় চালাতেন।
খুনের ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- মাহবুব, কাউছার ও আমিন। তারা একই গ্যারেজের অটোরিকশা চালক।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক জানান, ভোরে চর কাশিপুর এলাকায় ডিউটি করার সময় উপ-পরিদর্শক আনোয়ার হোসেন দেখেন ৩ জন একটি অটোরিকশা টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিল। এসময় পুলিশ তাদের পরিচয় এবং সমস্যা জানতে চায়। তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাদের গ্যারেজ মালিক সুমন ডাকা হয়। তিনি এসে জানান এই ৩ জন অন্য গাড়ির চালক।
পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা চালক ইউসুফকে হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যে চর কাশিপুর সড়কের পাশে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গলায় একাধিক রডের আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।
সারাবাংলা/এমও