Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ১৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৩ ১০:২৯

বগুড়া: বগুড়ার গাবতলীতে ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়নকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।

শনিবার (১১ মার্চ) রাত পৌনে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নয়ন গাবতলী উপজেলার মরিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

গাবতলী থানা পুলিশ জানায়, শনিবার রাত ৮ টার দিকে উপজেলার মহিষাবন ইউনিয়নের দেবুতুরপাড়ায় নয়নের ওপর হামলার ঘটনা ঘটে। দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে নয়নকে কুপিয়ে আহত করে ওই গ্রামের এক বাঁশবাগানে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মারা যায়।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, নয়ন ওই এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতিসহ মোট ১৯টি মামলা ছিল। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে।

ওসি বলেন, নয়নের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে কারণ উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/এমও

১৯ মামলার আসামি কুপিয়ে হত্যা বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর