২০ ঘণ্টার চেষ্টায় নিভলো তুলার গুদামের আগুন
১২ মার্চ ২০২৩ ০৯:৫৬ | আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৪:১৯
চট্টগ্রাম ব্যুরো: টানা ২০ ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন প্রায় নেভানো সম্ভব হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিতে হয়েছিল সেনা, নৌ, বিমানবাহিনী এবং বিজিবিকেও।
রোববার (১২ মার্চ) সকালে চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত (শনিবার) রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকালের মধ্যে প্রায় নির্বাপণ হয়েছে। এখন গুদামটিকে পুরোপুরি আগুনমুক্ত করার কাজ চলছে।
ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম সারাবাংলাকে জানিয়েছেন, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবি এবং ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় সকাল ৭টার মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে এখনও কিছু কিছু জায়গায় হালকা ধোঁয়া উঠছে। সেগুলো নির্বাপণের কাজ চলছে।
গতকাল শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরায় নেমসন কনটেইনার ডিপোর সামনে একটি তুলার গুদামে আগুন লাগে। এসএল শিল্পগ্রুপের মালিকানাধীন ‘ইউনিটেক্স’ কারখানা ব্যক্তি মালিকানাধীন গুদামটি ভাড়ায় নিয়ে তুলা রেখেছিল বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান।
প্রায় দশ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে না আসায় জেলা প্রশাসকের অনুরোধে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের সঙ্গে রাত ৯টায় যোগ দেয় সেনাবাহিনীর ফায়ার ফাইটিং ইউনিট। এরপর নৌ ও বিমানবাহিনীর সদস্যরা যোগ দেন। রাতে যোগ দেয় বিজিবিও।
আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কথা জানিয়েছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এনডিসি তৌহিদুল ইসলাম সারাবাংলাকে জানিয়েছিলেন, ইউনিটেক্সের ২ হাজার ৭০০ টন তুলা গুদামে মজুদ ছিল। তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন নেভাতে সমস্যা হয়।
সারাবাংলা/আরডি/এমও