Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৩ ১৮:৫৯ | আপডেট: ১১ মার্চ ২০২৩ ২১:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গুদামে আগুন লেগেছে। টানা আট ঘণ্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আশপাশে পানির উৎস না থাকাকে এ জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট কুমিরায় নেমসন কনটেইনার ডিপোর সামনে একটি তুলার গুদামে আগুন লাগে।

সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ সারাবাংলাকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গুদামটিতে আগুন জ্বলছিল।

‘গুদামে রক্ষিত তুলার মধ্যে সহজেই আগুন ছড়িয়ে পড়েছে। আশপাশে পানির উৎস নেই। এজন্য আমাদের আগুন নিয়ন্ত্রণে আনতে খুব সমস্যা হচ্ছে। কেউ হতাহতের আশঙ্কা নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হতে পারে। আগুন নেভানোর পর তদন্তসাপেক্ষে অগ্নিকাণ্ডের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হবে।’

মোহাম্মদ লোকমান নামে এক ব্যক্তির মালিকানাধীন গুদামটিতে ইউনিটেক্স নামে একটি কারখানার তুলা রাখা হয়েছিল বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুলতান মাহমুদ।

সারাবাংলা/আইসি/একে

আগুন তুলার গুদাম সীতাকুণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর