ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৩ ১৭:৪৪ | আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৭:৪৮
১১ মার্চ ২০২৩ ১৭:৪৪ | আপডেট: ১১ মার্চ ২০২৩ ১৭:৪৮
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমির আলী (৬৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দুইজন।
শনিবার (১১ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার ছোট-খোচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আমির দিনাজপুরের কাহারোল উপজেলার মৃত তসলিম উদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের ছোট-খোচাবাড়ি এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হয়েছেন দুইজন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/ইআ