Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য: নওফেল

সারাবাংলা ডেস্ক
১০ মার্চ ২০২৩ ২১:৪২

চট্টগ্রাম ব্যুরো : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘সব ধর্মবর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে।’

শুক্রবার (১০ মার্চ) দুপুরে নিজ নির্বাচনী এলাকা নগরীর এনায়েতবাজার ওয়ার্ডে কেদারনাথ জোড় শিব মন্দিরের পুনঃনির্মাণ কাজের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে উপমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্দির পরিচালনা কমিটির সভাপতি উত্তম দে ও প্রধান সমন্বয়ক শিবু প্রসাদ চৌধুরী সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু ও নিলু নাগ বক্তব্য রাখেন।

এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিপু ঘোষ বিলু, মনিন্দ্র কুমার দে, মহাদেব ঘোষ, দুলাল মজুমদার, অরুন ধর, কাঞ্চন ভট্টাচার্য, অজিত ভট্টাচার্য, বিপ্লব দে, টুটুল মজুমদার, মঙ্গল পাল, আশিষ নাথ, শ্যামল দে, প্রকাশ ঘোষ, জয় দেব বিশ্বাস, উজ্জ্বল মজুমদার, রুমা দাশ, রতন দে, তুহিন চৌধুরী শানু, তপন দে, সুমন সিং, বিপ্লব ঘোষ, সজীব দাশ, তন্ময় দত্ত, সৌরভ ভট্টাচার্য, গোয়ালপাড়া মহিলা সংঘের পূজা কমিটির গীতা রুদ্র ও গোয়ালপাড়া মঙ্গলময়ী কালীমন্দির কমিটির প্রকাশ ঘোষ, বজ্রধাম মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিমুল দাশ, নন্দনকানন রথের পুকুর পাড় বালক সাধুর আশ্রমের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/একে

নওফেল মুহিবুল হাসান