Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুষ্ঠিত হলো এফ কমার্স সামিট

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৩ ১৭:৪১

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকভিত্তিক অনলাইন উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এফ-কমার্স সামিট ২০২৩।

শুক্রবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট অনুষ্ঠিত দিনব্যাপী আয়োজন অংশ নেন নির্বাচিত ৩০০ জন উদ্যোক্তা।

আইসিটি ডিভিশনের এটুআই প্রকল্প ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান মেলোনেডস ডিজিটাল। সম্মেলনে টাইটেল স্পন্সর ‘এইচটিটিপুল’ এবং সহযোগী ছিল বিকাশ। আর স্ট্রাটেজিক ও ব্রডকাস্ট পার্টনার ছিল নেক্সাস টিভি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ মফিজুর রহমান। আর বিশেষ অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন এটুআইর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।

সম্মেলন প্রসঙ্গে মেলোনেডস ডিজিটালের সিএফ ও এবং ম্যানেজিং ডিরেক্টর লায়ন সালমা আদিল এম যে এফ বলেন, ‘আমি বিস্বাস করি উদ্যোক্তারা আজকে আলোচিত সব দিকনির্দেশনা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে ফেসবুক কেন্দ্রিক বিজনেসগুলো অবশ্যই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হব।’

উদ্যোক্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘আজকের এই কার্যকম এই সামিট এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে এই কার্যকম অব্যাহত থাকবে।’

সম্মেলনে তিনটি অধিবেশন, তিনটি কর্মশালা, প্যানেল আলোচনায় অনলাইন ব্যবসায়ের উপর ধারনা দেওয়া হয়। পাশাপাশি, ডিজিটাল মার্কেটিং ও মিডিয়া বাইয়িং এর গুরুত্ব তুলে ধরা হয় বলে জানান মেলোনেডস ডিজিটালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দা উম্মে সালমা ঝুমুর।

বিজ্ঞাপন

আলোচনাপর্ব সঞ্চালনা করেন এইচটিটিপুল বাংলাদেশের পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী। এছাড়াও প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেন ইশতিয়াক শাহরিয়ার, ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশনস, কমিউনিকেশনস, বিকাশ।

এফ-কমার্সের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী নবীন উদ্যোক্তাদের প্রতি জোর দেওয়া হয় সম্মেলনে। আয়োজকরা জানান, অনলাইন ব্যবসায়ের মাধ্যমে তরুণদের অনেক বেশি ক্ষমতায়ন করা সম্ভব। সম্মেলনে পরিচালিত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের জন্য প্রতিটি অংশগ্রহণকারীকে প্রশংসাপত্র দেওয়া হয়েছে।

সম্মেলনে আরও সহযোগী হিসেবে ছিল নেক্সাস টিভি, পি আর পার্টনার – ব্যাকপেইজ পিআর, উইক্যান ফাউন্ডেশন, আলোকিত নারী ফাউন্ডেশন ও উদ্যোক্তার খোঁজে। অনুষ্ঠানিটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন নেক্সাস টেলিভিশনের রাণা ইসলাম।

সারাবাংলা/ইএইচটি/একে

এফ সামিট টপ নিউজ ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর