Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলে বাসচাপায় ট্রাক চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৩ ১২:৫৬

ঢাকা: রাজধানীর মতিঝিলে বাস ধাক্কায় আব্দুল জলিল (৪৫) নামে এক ট্রাক চালক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন রিকশাচালকসহ দুই জন।

বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আব্দুল জলিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে জলিলকে মৃত ঘোষণা করেন।

মৃত জলিল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার আব্দুর রশিদের ছেলে। শাহ সিমেন্ট কোম্পানির ট্রাক চালক ছিলেন তিনি।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, রাতে মতিঝিল বিদ্যুৎ অফিসের সামনের রাস্তায় গাড়ি পার্কিং করে চা পান করছিলেন জলিল। তখন সেঁজুতি ট্রাভেলস নামে একটি বাস এসে একটি রিকশাকে ধাক্কা দিয়ে জলিলকে চাপা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

এসআই আরও বলেন, ‘এই ঘটনায় রিকশাচালক ও এক যাত্রী আহত হয়েছেন বলে জানতে পেরেছি। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই সেঁজুতি ট্রাভেলসের বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/এমও

ট্রাকচালকের মৃত্যু বাসচাপা মতিঝিল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর