Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৩ ১১:০৯ | আপডেট: ১০ মার্চ ২০২৩ ১৭:৪১

উত্তর জার্মানির হামবুর্গ শহরের জিয়োভা উইটনেস চার্চে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ বন্দুক হামলার এ ঘটনা ঘটে। জার্মানির স্থানীয় পত্রিকা বিল্ড জানিয়েছে, বন্দুক হামলায় সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও আটজন আহত হয়েছেন। খবর: বিবিসি।

পুলিশের এক কর্মকর্তা জানান, একজন বন্দুকধারী একাই এই হামলা চালিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় হামলাকারীও নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বন্দুক হামলায় কতজনের মৃত্যু হয়েছে তা নিশ্চিত না করলেও পুলিশ বিশ্বাস করছে, এ ঘটনায় বন্দুকধারীর মৃত্যু হয়েছে। এছাড়া হামলার পেছনের কারণ এখনও ‘অস্পষ্ট’ বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এমও

জার্মানির চার্চ টপ নিউজ বন্দুক হামলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর