Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিপইয়ার্ডে আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৩ ১৮:৩২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় আগুনে পুড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গ্যাস ব্যবহার করে জাহাজ কাটার সময় জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা পুলিশের।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলার বার আউলিয়া এলাকায় ‘তাহের শিপইয়ার্ডে’ এ ঘটনা ঘটে। সাবেক মেয়র এম মনজুর আলম ও তার ভাতিজা সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলমের পারিবারিক মালিকানায় আছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

নিহত মো. আশরাফ মোল্লা (৬৬) নড়াইলের লোহাগাড়া থানার কুমরডাঙ্গা এলাকার মৃত ওসমান আলীর ছেলে।

সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘শিপইয়ার্ডে গ্যাস ব্যবহার করে জাহাজ কাটা হচ্ছিল। এ সময় হঠাৎ অগ্নিকাণ্ড হয়। এতে এক শ্রমিক গুরুতর দগ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তথ্যে আমাদের ধারণা, কাজ করার সময় ওই শ্রমিকের হাতে বা মুখে জ্বলন্ত সিগারেট ছিল। গ্যাসের শিখা জ্বলন্ত সিগারেটের সংস্পর্শে আসার পর আগুন লেগে যায়। এতে ওই শ্রমিক দগ্ধ হন। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

আগুন মৃত্যু শিপইয়ার্ড শ্রমিক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর