Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা আরও বাড়বে: বাণিজ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৩ ১৬:১৮ | আপডেট: ৯ মার্চ ২০২৩ ১৬:৫৭

ঢাকা: টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (৯ মার্চ) তেজগাঁওয়ে এক কোটি কার্ডধারী স্বল্প আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এখন দেশে এক কোটি মানুষ টিসিবির এ সেবা পাচ্ছে। বিশ্ববাজারের কারণে দেশে পণ্যের দাম বেশি, তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে আরও বেশি মানুষকে সাশ্রয়ী মূল্যে টিসিবির মধ্যে আনার লক্ষ্যে আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার জন্য আমাদের এ কার্যক্রম। রমজান মাসের আগেই মানুষের হাতে পণ্য পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন।’

টিপু মুনশি বলেন, ‘বিশ্ববাজারে জিনিসপত্রের দাম যখন বেড়েছে, আমাদের দেশেও তার প্রভাব পড়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার চেষ্টা করছেন। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।’

টিসিবি জানিয়েছে, চিনি ৬০ টাকা, মশুর ডাল ৭০ টাকা, সায়াবিন তেল ১১০ টাকা, ছোলা ৫০ টাকা ও খেজুর ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।  এ ছাড়া, একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি মশুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। চিনি, ছোলা ও খেজুর সর্বোচ্চ এক কেজি করে কেনা যাবে ভর্তুকি মূল্যে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/ইআ

টপ নিউজ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ড বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর