Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্দিক বাজার ট্রাজেডি: ঢামেক হাসপাতালে ভর্তি ১৫ জন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৩ ১২:০১ | আপডেট: ৯ মার্চ ২০২৩ ১২:৫০

ঢাকা: রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন। তাদের মধ্যে আইসিইউতে থাকা রাজন ছাড়া বাকিদের সবার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরিচালক বলেন, ‘আমাদের এখানে মোট ১৫ জন রোগী ভর্তি রয়েছে। তাদের একজন আইসিইউ’তে। আর বাকিরা সবাই বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। ৫ জনকে চিকিৎসকরা দেখে ছাড়পত্র দিয়েছেন। তবে তারা পরবর্তীতে চিকিৎসা নিতে আসবেন।’

তিনি আরও বলেন, ‘আইসিইউতে থাকা রাজনের গতকাল অস্ত্রোপচার হয়েছে। তবে তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আমরা তাদের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। বোর্ডে বিভিন্ন বিভাগের প্রধানরা রয়েছেন।’

পরিচালক আরও জানান, আমাদের এখানে ১৯ জনের লাশ পেয়েছি। এছাড়া ১৭২ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

উল্লেখ্য, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন ১২০ জনেরও বেশি। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়। পাশের ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। ব্যাংকের দেয়াল ছিল গ্লাসের। গ্লাসগুলো সব ভেঙে যায়।

সারাবাংলা/এসএসআর/এমও

আইসিইউ ঢামেক হাসপাতাল সিদ্দিক বাজার সিদ্দিক বাজারে বিস্ফোরণ