সিদ্দিক বাজারের ক্ষতিগ্রস্ত ভবন ব্যবহার অনুপযোগী ঘোষণা
স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৩ ২৩:০৬
৮ মার্চ ২০২৩ ২৩:০৬
ঢাকা: রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহার অনুপযোগী ঘোষণা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। রাজউক গঠিত কারিগরি কমিটির আহ্বায়ক মেজর (অব.) সামসুদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, ভবনটি সাময়িক সংস্কার করতে হবে। এর পর সিদ্ধান্ত নেওয়া হবে- সেটি ব্যবহার করা যাবে না কি ভেঙে ফেলা হবে।
বুধবার (৮ মার্চ) বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে সন্ধ্যায় ভবনটি ব্যবহারের অনুপযোগী হিসেবে ঘোষণা দেন সামসুদ্দিন আহমদ চৌধুরী।
এদিন রাত ৯টার পর ঘটনাস্থলে পরিদর্শনে আসে তদন্ত কমিটি। পরিদর্শন শেষে তারা জানান, ভবনটির ২৪টি পিলারের মধ্যে নয়টি ক্ষতিগ্রস্ত। ভবন ব্যবহার অথবা অপসারণের জন্য হলেও কিছুদিনের জন্য সংস্কার করতে হবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে- ভবনটি ব্যবহার করা যাবে না কি ভেঙে ফেলতে হবে।
সারাবাংলা/আরএফ/পিটিএম