Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপনের সন্ধান পাননি উদ্ধারকারী দল, স্বজনদের আহাজারি

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৩ ২২:২১

ঢাকা: রাজধানীর সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় এখনো নিখোঁজ বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার মেহেদী হাসান স্বপন। বিস্ফোরণের পরই স্বপনের বন্ধু ও আত্মীয়-স্বজন ঘটনাস্থলে হাজির হয়। কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এদিকে চট্টগ্রাম থেকে স্বপনের শ্বশুর ঘটনাস্থলে এসে লাশের জন্য আহাজারি করছেন। এখন পর্যন্ত মরদেহের সন্ধান না পাওয়ায় বার বার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। উদ্ধার কর্মীদের কাছে দয়া ভিক্ষা চাইছেন এই বৃদ্ধ।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, মেহেদী হাসান স্বপনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ীর বজরায়। বিস্ফোরণের খবর শুনে গতকালই স্বপনের স্ত্রী ও দুই সন্তান ঢাকায় চলে আসেন। স্বপনের শ্বশুর আব্দুল মান্নান বলেন, ‘আমার মেয়ে পাগলের মতো হয়ে গেছে।’

স্বপনের ভগ্নিপতি বলেন, ‘আমার শ্যালকের বয়স আনুমানিক বয়স ৩৬ বা ৩৭ । গত এক যুগেরও বেশি সময় ধরে আমার ছোট ভাই মিন্টুর বাংলাদেশ স্যানিটারির দোকানে কাজ করছেন। বাংলাদেশ স্যানিটারি নামক প্রতিষ্ঠানটিতে তিনি ম্যানেজার হিসেবে কাজ করতেন। স্বপনের পরিবারে স্ত্রী মুনমুন ছাড়াও এক পুত্র ও এক কন্যা সন্তানের আছে।’

স্বপনের শ্বশুর সারাবাংলাকে বলেন, ‘লাশটা পঁচে যাওয়ার আগে যেন উদ্ধার করে আমাদের বুঝিয়ে দেয়। আপনারা সবাই উদ্ধারকর্মীদের একটু অনুরোধ করেন। তারাতো কাজ করতেছে না। আমরা স্বপনের লাশ কেমনে পাবো।‌ আমাদের বাবারে আমাদের কাছে বুঝাইয়া দেন, একটাবার তার মুখটা দেখতাম।’

নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে অভিযান পরিচালনার বিষয়ে ফায়ার সা‌র্ভিসের ঢাকা জো‌নের উপ-প‌রিচালক দিনম‌নি শর্মা বলেন, ‘গতকাল আমরা যেভা‌বে উদ্ধার কাজ ক‌রে‌ছিলাম, সেভা‌বে আজও উদ্ধার কাজ ক‌রে‌ছি। ত‌বে ভবনটা ঝু‌কিপূর্ণ থাকায় সতর্কতার সঙ্গে উদ্ধার কাজ চা‌লি‌য়ে যা‌চ্ছি, যা‌তে আমা‌দের কর্মী‌দের কোনো বিপ‌দে পড়তে না হয়। কোনো ব্যক্তির নি‌খোাঁ‌জের দাবি যতক্ষণ থাকবে ততক্ষণ অভিযান চলমান থাক‌বে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারসংলগ্ন সিদ্দিক বাজারে ক্যাফে কুইন হিসেবে পরিচিত সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুইপাশের আরও কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় গতকালই ১৭ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বুধবার বিকালে আরও দুটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিস্ফোরণে এখন পর্যন্ত ১৯ জনের মুত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

আহাজারি উদ্ধার স্বপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর