ঝুঁকিপূর্ণ ভবন: সামনের রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে
৮ মার্চ ২০২৩ ২০:২৯
ঢাকা: সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রাখার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির জিএম (পরিবহন) হায়দার আলী বলেছেন, বংশাল থেকে গুলিস্তান আসার পথে পশ্চিম পাশের রাস্তায় ভারি যানবাহন চলাচল বন্ধ করতে পুলিশকে অনুরোধ করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণ স্থলে স্পট এক ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জিএম (পরিবহন) হায়দার আলী এ তথ্য জানান।
হায়দার আলী বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই রাস্তায় গাড়ি চলাচল করলে ঝুঁকি আরও বাড়তে পারে। সেজন্য বংশাল থেকে গুলিস্তান পর্যন্ত এই রাস্তায় গাড়ি চালানো যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে।
বর্তমানে গুলিস্তান থেকে বংশালের দিকে যেতে রাস্তা খোলা রয়েছে। ওই রাস্তা দিয়েই দুই লেনে গাড়ি চলাচল করছে। সড়কটি আগামীকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কাল পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান হায়দার আলী।
সারাবাংলা/ইউজে/পিটিএম