Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারুণ্যের উচ্ছ্বাসে মাততে ‘জয় বাংলা’ কনসার্টে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৩ ২০:১২ | আপডেট: ৯ মার্চ ২০২৩ ০০:০৪

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে আয়োজিত ‘জয় বাংলা’ কনসার্ট প্রত্যক্ষ করেছেন।

তারুণ্যের উচ্ছ্বাসে মাততে বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার পরে আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা’ কনসার্টে আসেন তিনি। এ সময় স্টেজে গান গাইছিল ‘ক্রিপটিক ফেইট’ ব্যান্ড। স্টেডিয়ামে প্রবেশ করেই তাদের গান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

এ সময় কনসার্ট উপভোগের জন্য ঢাকার আর্মি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

এর আগে, গুলিস্তানের একটি ভবনে মঙ্গলবারের বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন ঢাকার আর্মি স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বিকেল ৩টায় শুরু হয় কনসার্ট।

এবারের কনসার্টে স্টেডিয়াম মাতায় দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৫ সাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে তরুণদের কাছে জনপ্রিয় ‘জয় বাংলা’ কনসার্ট। প্রতিবারের মতো এবারও এটি আয়োজন করছে তরুণদের অন্যতম বড় নেটওয়ার্ক ইয়াং বাংলা।

সারাবাংলা/এনআর/পিটিএম

কনসার্ট জয় বাংলা টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর