রমজানে টিসিবির ৫ পণ্য বিক্রি শুরু বৃহস্পতিবার
৮ মার্চ ২০২৩ ১৮:২৩ | আপডেট: ৮ মার্চ ২০২৩ ১৮:৪০
ঢাকা: রজমান উপলক্ষে সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির।
টিসিবি জানিয়েছে, চিনি ৬০ টাকা, মশুর ডাল ৭০ টাকা, সায়াবিন তেল ১১০ টাকা, ছোলা ৫০ টাকা ও খেজুর ১০০ টাকা কেজিতে বিক্রি হবে।
একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি মশুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। চিনি, ছোলা ও খেজুর সর্বোচ্চ এক কেজি করে কেনা যাবে ভর্তুকি মূল্যে।
সারাবাংলা/ইএইচটি/ইআ
টপ নিউজ টিসিবির পণ্য বিক্রি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রমজান