Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্ফোরণের পর ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৩ ১৭:২৭

ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের পর ধসে পড়া একটি দোকানের মালিককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে।

ওই ব্যবসায়ীর নাম আব্দুল মোতালেব মিন্টু। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ স্যানিটারি।

মিন্টুর বোন জামাই আবুল খায়ের বুধবার (৮ মার্চ) দুপুরে সারাবাংলাকে বলেন, ‘গতকাল রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। দোকান কর্মচারীদের খুঁজতে মিন্টু ঢাকা মেডিকেলে গিয়েছিলেন। তার ম্যানেজার স্বপনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। দুজন কর্মচারী হাসপাতাল ভর্তি। তার দোকান পুরোটা ধসে গেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একটি সূত্র জানান, ডিবির লালবাগ বিভাগের একটি টিম মিন্টুকে তুলে নিয়ে গেছে। বর্তমানে মিন্টু রোডের ডিবি কার্যালয় রয়েছেন তিনি। বেজমেন্টে তার দোকানের নিচেই বিস্ফোরণ হয়েছে। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মিন্টুর শ্বশুর আকতার হোসেন বলেন, ‘কথা আছে বলে ডিবি গতকাল রাতে মিন্টুকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ডিবির মিন্টো রোডের কার্যালয় নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি। তবে ডিবি আমাদের সঙ্গে আর যোগাযোগ করেনি।’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘আমরা ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ সিদ্দিক বাজার বিস্ফোরণ